জাতীয় উন্নয়ন মেলা নিয়ে নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি
প্রকাশিত : ২১:১০, ৩ অক্টোবর ২০১৮
জাতীয় উপজেলা পর্যায়ে উন্নয়ন মেলা অনুষ্ঠানে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। আগামী ৪ অক্টোবর চতুর্থ জাতীয় উপজেলা পর্যায়ে এই মেলা শুরু হবে।
প্রতি বছরের ন্যায় উপজেলা ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে সরকারি দপ্তরগুলোর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও সেবা জনগণকে জানিয়ে দেওয়ার জন্য ও সরকারের উন্নয়নমুলক তথ্য জনসাধারণের মাঝে জানান দিতে উন্নয়ন মেলা আয়োজন করা হয়েছে।
গৃহিত কর্মসুচিগুলোর মধ্য রয়েছে সকাল ৯টায় উন্নয়ন মেলার বর্নাঢ্য র্যালি ও শোভাযাত্রা, প্রতিপাদ্য বিষয় উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ, সকাল ১০টায় তিনদিন ব্যাপী উন্নয়ন মেলার শুভ উদ্বোধন ও স্টল পরিদর্শন, বিভিন্ন দপ্তর কর্তৃক সরকারের জনসেবা উদ্বোধন সংক্রান্ত উন্নয়নমুলক কর্মকান্ডে প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান।
এরপর দ্বিতীয় দিন অডিও/ভিডিওর এর সমন্বয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন, শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শনও আজকের বাংলাদেশ” শীর্ষক কর্মকান্ডের বিষয়ে ভিত্তিক প্রতিযোগিতার বিষয়ের পক্ষে বিতর্ক প্রতিযোগিতা। তৃতীয় দিন বিভিন্ন স্কুল কলেজ শিক্ষার্থীদের নিয়ে উন্নয়ন বিষয়ক বির্তক প্রতিযোগিতা, সরকারের উন্নয়নমুলক কর্মকান্ডের উপর কুইজ প্রতিযোগিতা, মহান মুক্তিযুদ্ধের চেতনায় প্রামান্য চিত্র প্রদর্শন, সেরা স্টলের মধ্যে পুরস্কার বিতরণ, আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার সমাপনী ঘোষণা।
উপজেলা নির্বাহী অফিসার মো. মশিউর রহমান জানান, মেলায় নিরাপত্তসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড ও দপ্তর ভিত্তিক সেবার সুযোগ সুবিধা জানতে পারবে।
এছাড়াও মেলায় আগত দর্শনার্থী সুবিধার্থে ব্যাপক আলোক সজ্জার ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম জানান।
কেআই/এসি
আরও পড়ুন